কক্সবাজার শহরের রাতের দৃশ্য (Night View of Cox's Bazar)

বিশ্বের সবচেয়ে দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে সমুদ্র সৈকতে রাতের সৌন্দর্য অন্যরকম হাতছানি দিয়ে ডাকে। রাতে চারপাশ নীরব হয়ে গেলে ঢেউ যেন নৃত্যের ঝংকার তোলে। সমুদ্রের বিরামহীন ঢেউয়ে যেন মিশে গেছে দূর দিগন্ত।দূর আকাশে তারার উৎসবের সঙ্গে সাগরের হিমেল হাওয়া রোমাঞ্চকর অনুভতি এনে দেয় মনে।সৈকতে আছড়ে পড়া সমুদ্রের মনভোলানো ঢেউ পর্যটকদের ক্লান্তি ভুলিয়ে দেয়।
নতুন সুসজ্জিত রাস্তা সড়ক বাতিতে বদলে যাওয়া কক্সবাজার শহর
শহরের রাতের রূপটিও বেশ মায়াময়। এর অন্যতম কারণ এলইডি লাইট। নতুন প্রায় সব রাস্তায় এলইডি লাইটের ব্যবস্থা করা হয়েছে। এসব বাতি জ্বলে উঠতেই রাতটা উপভোগ্য হয়ে ওঠে। অন্যরকম দেখায় শহরটাকে। মো. হামিদ নামের এক প্রবীণ বলছিলেন, আমরা যারা এত বছর ধরে শহরে বাস করি তারাই এখন কক্সবাজারের অনেক রাস্তা ঘাট চিনতে ভুল করে ফেলি। এই ভুল করার মাঝে ‘তৃপ্তি’ আছে বলেও মন্তব্য করেন তিনি।
কক্সবাজারে প্রেম আসে গভীর রজনীতে
গভীর রজনী। তখন আমি কক্সবাজারের সুগন্ধা বিচে। এত রাত তবুও যেন পর্যটকদের কমতি নেই। নিজেকে কেন জানি খুব একা এক মনে হচ্ছে। চলছে মানুষ আর সমুদ্রের মধ্যে প্রেমলীলা। রাতের নিস্তব্ধতাকে হার মানাচ্ছে ঢেউয়ের ঝাঁকুনি, কিছুটা ঠাণ্ডা বাতাস, তবুও সামনে দিগন্তবিস্তৃত সমুদ্র সৈকত পর্যটকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
সমুদ্রের উত্তাল টেউয়ে মনে শিহরণ তুলছে সবার। ঢেউ আসছে সাদা ফেনা নিয়ে। রাত যত গভীর হচ্ছে গর্জন ততো বাড়তেই আছে। দলবেঁধে তখনও পর্যটকরা আসছেন সমুদ্র সৈকতে, দেখছেন রাতের সমুদ্র। কেউবা সৈকতে আছড়ে পড়া ঢেউয়ে পা ভিজিয়ে নিচ্ছেন।
বর্তমানে পর্যটকরা মধ্যরাতেও সৈকতে অবস্থান করে রাতের দৃশ্য উপভোগ করতে পারেন। সৈকতের লাবনী পয়েন্ট থেকে সুগন্ধা বিচে হ্যালোজেন লাইট লাগানো হয়েছে। যে কারণে সুগন্ধা বিচে গভীর রাতেও থাকে পর্যটকদের আনাগোনা। সেই সঙ্গে রাতেও থাকে ট্যুরিস্ট পুলিশের টহল।
সৈকত সংলগ্ন রিকশা-অটোরিকশার স্ট্যান্ডে কথা হয় চালক লিটন মিয়ার সঙ্গে। বলেন, দিনের বেলা সমুদ্র গর্জন কম শোনা গেলেও রাতের বেলা জোরে গর্জন শোনা যায়। এছাড়া সৈকতে লাইট দিয়ে আলোকিত করার কারণে রাতের বেলা সমুদ্র সৈকতে ভ্রমণে আসে অনেকেই। সারারাতই ভাড়া পাওয়া যায় অটোরিকশা।
কক্সবাজারের রাতের সৌন্দর্য বাড়াবে গোলদীঘির ওয়াটার মিউজিক্যাল শো
রাতের শহরকে উপভোগ করতে কক্সবাজারে উন্মুক্ত হয়েছে গোলদীঘি পুকুরটি। পর্যটকসহ স্থানীয়রা ছুটে আসছেন গোলদীঘি পুকুরের ‘ওয়াটার মিউজিক্যাল শো’ উপভোগ করত
তথ্যসুত্র
রাতের কক্সবাজারের সৌন্দর্য, Ittefaq.
কক্সবাজারে প্রেম আসে গভীর রজনীতে, Jago News.
নতুন সুসজ্জিত রাস্তা সড়ক বাতিতে বদলে যাওয়া শহর, Daily Janakantha.
কক্সবাজারে রাতের মনভোলানো ঢেউ, Bangla Tribune.