বিশ্ব নৌ দিবস (World Maritime Day)

বিশ্ব নৌ দিবস  (World Maritime Day)

বিশ্ব অর্থনীতিতে বিশেষ করে নৌখাতের অবদানকে তুলে ধরতে আন্তর্জাতিক নৌ সংস্থা (ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন) এবং এর সদস্য রাষ্ট্রগুলো প্রতিবছর বিশ্ব নৌ দিবস পালন করে থাকে।আন্তর্জাতিক নৌ যোগাযোগ সারা বিশ্বের অর্থনীতিতে, বিশেষ করে নৌ পরিবহনে তো বটেই, কী প্রভাব ফেলছে, তার গুরুত্ব উদযাপন করাই বছরের প্রায় শেষের দিকের এই বিশেষ দিনটির লক্ষ্য। সাধারণত সেপ্টেম্বর মাসের শেষ বৃহস্পতিবারটাকেই বরাদ্দ করা হয়ে থাকে এই দিন উদযাপনের উদ্দেশে।

১৯৭৮ সালে প্রথম যে দিন নৌ দিবস উদযাপিত হয়েছিল

সমুদ্র বা নৌ পরিবহণের সঙ্গে যুক্ত মানুষের জীবনে যা প্রাসঙ্গিক, তেমনই কোনও ভাবনাকে তুলে ধরার চেষ্টা করে আইএমও। ১৯৫৮ এর জেনিভা চুক্তির মধ্যে দিয়ে আইএমও-এর পথ চলা শুরু।১৯৭৮ সালে প্রথম যে দিন নৌ দিবস উদযাপিত হয়েছিল, সেটা ছিল ১৭ মার্চ। সেই সময় আইএমও-র সদস্য ছিল ২১টি দেশ। এই সংগঠনের বর্তমান সদস্য সংখ্যা ১৬৭। নৌ পরিবহনের সঙ্গে যুক্ত মানুষদের জীবনের নিরাপত্তা, উপকূলবর্তী পরিবেশ রক্ষার মতো বিষয়গুলি সুনিশ্চিত করা হচ্ছে কি না, সেই ব্যাপারে তদারকি করে আইএমও।  ক্রমশ বদলাতে থাকা চারপাশের সঙ্গে তাল মিলিয়ে এই সংক্রান্ত আইন সংশোধন হচ্ছে কি না, তাও খতিয়ে দেখে এই সংগঠন। আইএমও-র সেক্রেটারি জেনারেল কিট্যাক লিম আজকের দিনে বিশেষ বার্তা দিয়ে বলছেন, আন্তর্জাতিক অর্থনীতিতে নৌ পরিবহন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আন্তর্জাতিক বাণিজ্যের ৮০ শতাংশ জলপথেই হয়।

বিশ্ববাণিজ্যের ৯০ শতাংশের বেশি সমুদ্রপথে পণ্য পরিবহন হয়

আন্তর্জাতিক পণ্য পরিবহনের সবচেয়ে দক্ষ ও সাশ্রয়ী মাধ্যম নৌপরিবহন। বিশ্ববাণিজ্যের ৯০ শতাংশের বেশি সমুদ্রপথে পণ্য পরিবহন হয়। বিশ্বব্যাপী পণ্য পরিবহনে নির্ভরযোগ্য ও সাশ্রয়ী মাধ্যম হলো- বাণিজ্যিক জাহাজ। - সকল মেরিটাইটম স্টেক হোল্ডারদের সহযোগিতায় শিপিং বান্ধব নৌ পরিবহনের অগ্রযাত্রাকে গতিশী এবং মহামারী পরবর্তী বিশ্বের অর্থনৈতিক পুনঃরুদ্ধারে টেকসই সামুদ্রিক শিল্প অতীব জরুরি। , বিশ্ব একটি নিরাপদ, সুরক্ষিত এবং দক্ষ আন্তর্জাতিক শিপিং শিল্পের ওপর নির্ভর করে। টেকসই শিপিং হলো- ভবিষ্যতের সুনীল অর্থনৈতিক প্রবৃদ্ধির অপরিহার্য উপাদান। দিবসটির উদ্দেশ্য- সামুদ্রিক শিল্পের গুরুত্ব উপলব্ধি এবং সামুদ্রিক নিরাপত্তা, সামুদ্রিক পরিবেশ, নিরাপদ নৌ পরিবহনের সচেতনা বাড়ানো।

দিবসটির উদ্দেশ্য হচ্ছে পরিবেশ ও নিরাপদ নৌ পরিবহনের সচেতনা বাড়ানো

বিশ্ব একটি নিরাপদ, সুরক্ষিত ও দক্ষ আন্তর্জাতিক শিপিং শিল্পের ওপর নির্ভর করে। টেকসই শিপিং হলো ভবিষ্যতের সুনীল অর্থনৈতিক প্রবৃদ্ধির অপরিহার্য উপাদান। দিবসটির উদ্দেশ্য হচ্ছে সামুদ্রিক শিল্পের গুরুত্ব উপলব্ধি করা, সামুদ্রিক নিরাপত্তা, পরিবেশ ও নিরাপদ নৌ পরিবহনের সচেতনা বাড়ানো। ১৯৫৮ সালে তৎকালীন ইন্টারন্যাশনাল মেরিটাইম কনসালটেটিভ অর্গানাইজেশন (আইএমসিও) প্রথম পালন করে। পরে ১৯৭৮ সাল থেকে ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন বিশ্ব নৌ দিবস হিসেবে পালন করছে।  

নাবিক হওয়া একটি মহৎ এবং বিশ্বের প্রাচীনতম পেশা

এ বছরের প্রতিপাদ্য বিষয়ের উদ্দেশ্য হলো মেরিটাইম স্টেক হোল্ডারদের সহযোগিতায় শিপিংবান্ধব নৌ পরিবহনের অগ্রযাত্রাকে গতিশীল করা। মহামারি পরবর্তী বিশ্বের অর্থনৈতিক পুনরুদ্ধারের জন্য টেকসই সামুদ্রিক শিল্প অতীব জরুরি।নাবিক হওয়া একটি মহৎ এবং বিশ্বের প্রাচীনতম পেশা। বিশ্বে মেরিটাইম এবং শিপিং শিল্পে প্রচুর ক্যারিয়ার গড়ার সুযোগ আছে। অনাদিকাল থেকে নাবিক হওয়া অত্যন্ত চ্যালেঞ্জিং এবং আকর্ষণীয় সুযোগ সুবিধা সম্পন্ন একটি পেশা। আমাদের সরকার সুশিক্ষিত ও প্রশিক্ষিত নাবিক তৈরিতে মনোযোগ দিচ্ছে।

বছরে সাফল্য আসা খাতের মধ্যে অন্যতম নৌ-খাত

বছরে সাফল্য আসা খাতের মধ্যে অন্যতম নৌ-খাত। ব্যবসা-বাণিজ্যসহ সড়ক ও রেলপথের মতো গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এ খাত। বন্ধ নৌপথ চালু ও নতুন পথ চালু হওয়ায় সারা দেশে নৌ নেটওয়ার্ক গড়ে উঠতে শুরু করেছে। এর মধ্য দিয়ে এক সময় অর্থনৈতিক খাতের অন্যতম চালিকাশক্তি আবারও চাঙ্গা হয়ে উঠছে। খাতটি আরও শক্তিশালী করতে দক্ষ জনবল গঠনেও নেয়া হয়েছে নানা উদ্যোগ।

নদীমাতৃক বাংলাদেশে নৌপরিবহন অনেক সহজ ও সাশ্রয়ী

নৌপথ বিশ্বের সবচেয়ে প্রাচীন যোগাযোগ ব্যবস্থা। নদীমাতৃক বাংলাদেশে নৌপরিবহন অনেক সহজ ও সাশ্রয়ী। প্রত্যন্ত অঞ্চলে স্বল্পমূল্যে যাত্রী ও মালামাল পরিবহনে নৌযান ও নৌ পথের কোনো বিকল্প নেই। বিভিন্ন সমস্যা এবং সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও আগের চেয়ে নৌপথ এখন অনেক বেশি নিরাপদ ও পরিবেশবান্ধব

বিভিন্ন দুর্যোগকালীন সময়ে নৌপথে চলাচলরত সকল নৌযানকে যথাযথ নৌ সতর্কতা ও নৌ আইন মান্যসহ যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতকরণে সংশ্লিষ্ট সবাইকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। তবে কোস্টগার্ড কর্মকর্তাদের পদক্ষেপ এবং জনসাধারণের সচেতনতা ও সহযোগিতা বৃদ্ধির ফলে যাত্রীবাহী নৌযানের দুর্ঘটনা অনেক কমে এসেছে।'বিশ্ব বাণিজ্যে সবচেয়ে সহজ ও সাশ্রয়ী হচ্ছে নৌ বাণিজ্য। এই খাতে যারা অবদান রেখে যাচ্ছেন তাদের প্রতি কৃতজ্ঞতা। নাবিকদের অনেক চ্যালেঞ্জিং লাইফ। কর্মসংস্থানের অনেক সুযোগও রয়েছে। আমরা এখন বৈশ্বিক গ্রামে বাস করছি। 


তথ্যসুত্র

 নৌপরিবহন অনেক, Ajkerpatrika.

শত সহস্র নাবিক জাহাজ, Newsbangla24.

নৌ বিভাগের কর্মকর্তা, Banglaews24.

 নৌ পরিবহনে , News18.

Subscribe for Daily Newsletter